দুঃখে যদি বুক ফেটে যায় যাক-না,
দুঃখ বুকে বন্দী হয়েই থাক-না।
এই জীবনে চলতে গিয়ে
ভাববই না দুঃখ নিয়ে,
ভুল করেও খুলব না তার ঢাকনা।
দুঃখ বুকে বন্দী হয়েই থাক-না।
নজর যদি করতে পারি উচ্চ
দুঃখ বেদন সব হয়ে যায় তুচ্ছ।
নয়ন যখন আলোয় ধোয়া
দুঃখেও পাই সুখের ছোঁয়া,
জীবন তখন শতদলের গুচ্ছ।
সকল দুঃখ বেদনা হয় তুচ্ছ।
নিজের চেয়েও আছে অনেক দুঃখী,
হায় রে তারা জানলই না সুখ কী !
সুখ থাকে না ঘরের কোণে
সুখ যে থাকে নিজের মনে,
বুঝলে তা, রয় মলিন করুণ মুখ কি !
আমার চেয়েও আছে অনেক দুঃখী।
পেয়েছি এই মানব জনম মর্ত্যে
থাকব কেন স্বার্থ মোহের গর্তে ?
ভক্তি ধারায় ভাসিয়ে ভেলা
খেলব মহৎ প্রেমের খেলা
বাসব ভালো, নয় তা কোনো শর্তে।
তবেই জীবন কাটবে সুখে মর্ত্যে।
-----------------