যতই তোমাকে প্রেম দিয়ে থাকি
            রাঙিয়ে হৃদয় ভূমি -
মোরে প্রতিদানে বেদনার বানে
            বিরহ দিয়েছ তুমি।
অবুঝের মতো আমি অকারণে
ভাবাবেগে হয়ে কবি ক্ষণে ক্ষণে
ছুঁয়ে ছুঁয়ে গেছি হৃদয়ের বনে,
            যেন বায়ু মৌসুমী।
তবু প্রতিদানে বেদনার বানে
            বিরহ দিয়েছ তুমি।

সেই বিরহকে প্রতিটি পলকে
            বক্ষে জড়িয়ে নিয়ে
থেকে দূরে দূরে না পাওয়ার সুরে
            গান গেয়ে গেছি প্রিয়ে।
স্মৃতিটুকু মনে রাখো বা না রাখো
নিভৃত মানসে যে ছবিই আঁকো
যেখানেই থাকো, তুমি ভালো থাকো,
            সে শুভ কামনা দিয়ে -
থেকে দূরে দূরে না পাওয়ার সুরে
            গান গেঁথে যাব প্রিয়ে।
               -----------------------