কবিতার সুধা সকলে খোঁজে না,
          সকলে বোঝে না ছন্দ।
কাব্য-কলিকা দল মেলে যদি
          কেউ রাখে দ্বার বন্ধ।
কবিদের তাই মেলে না কদর,
         খ্যাতি ও সুনাম যোগ্য,
হলেও সে লেখা ভাবে বিকশিত,
          সুললিত উপভোগ্য।
অভিমানী কবি তাই তো সহসা
          যেচে ধরা দিতে চায় না।
মনের গভীরে যে বাণী কবির  
          সহজে তা বোঝা যায় না।
অল্প মানুষই উদাসী কবিকে
          প্রিয় জন ব'লে ভাববে,
দুই চার জনই হয় তো বা বোঝে
          কী আবেগ ফোটে কাব্যে।
                --------------------