এত কাজ, তাই সময়ের টানাটানি।
পাই না তো ভেবে তুলে নেব হাতে
কীভাবে লেখনীখানি।
ভুল নেই কোনো, ভালোবাসি কবিতাকে।
কবিতাও জানি পাড়ি দিতে দূরে
হাতছানি দিয়ে ডাকে।
কিন্তু আমি যে হাজারো বাঁধনে বাঁধা।
পথে যেত যেতে কত-না বাধাতে
ঘেরে আঁধি, লাগে ধাঁধা।
সাধ্য কোথায়, সে বাধা তুচ্ছ করি -
কাব্য রসের সুধা পান ক'রে
তৃষা ভরা প্রাণ ভরি।
আনমনে শুনি হাজার কাজের মাঝে
কাব্য-নুপূর রিনিঝিনি রবে বাজে।
মনোমন্দিরে সেই ধ্বনি জেগে থাকে,
না পেয়ে সময়, পথে যেতে যেতে
গেঁথে চলি কবিতাকে।
----------------