(কেউ খুলে প'ড়েছিল, কেউ কেউ পড়েনি,
দেখি সুধা ঝরে কিনা এখনো যা ঝরেনি।)
মনে সাধ কিছু করি,
হয় গান গাই, নয় ছবি আঁকি,
নয় তো লেখনী ধরি।
নয় ছুটে যাই গিরি আরোহণে
কিম্বা নিবিড় ছায়া ঘেরা বনে,
শঙ্কা ও ভয় না ক'রে মরণে
সাগরে ঝাঁপিয়ে পড়ি।
মনে সাধ কিছু করি।
সজীব সতেজ শ্যামলবরণী
বিচিত্র এই বিপুল ধরণী
তার বুকে কত মুক্তা ও মণি
ছড়ানো ছিটানো আছে।
সুমধুর সুর প্রকৃতির গানে
সৃষ্টির লীলা প্রাণ থেকে প্রাণে,
জলধারা ছোটে সাগরের পানে
ফোটে ফুল গাছে গাছে।
যত দেখি সেই অপরূপ ছবি
রঙ ঢালে যাতে অকৃপণ রবি
তত এ হৃদয় হয়ে ওঠে কবি,
মনে হয় গেয়ে উঠি।
মনে হয় যত বন্ধন খুলে
অবুঝ মনের যত ব্যথা ভুলে
প্রাণের আবেগে নেচে নেচে দুলে
উদ্দাম বেগে ছুটি।
সংকোচ বাধা দিই দূরে ফেলে
বন্ধ দুয়ার খুলে ফেলি ঠেলে,
প্রকৃতির বুকে আপনাকে মেলে
ফুল হয়ে শেষে ঝরি।
মনে সাধ, উঠে সাধনা শিখরে
এ জীবনে কিছু করি।
--------------