যাচ্ছি ভুলে কলকাতা নয়,
          নয় কো ভারতবর্ষ -
এক্কেবারে বিদেশ এটা
          নেই স্বদেশের স্পর্শ।
কলকাতাতে দুপুরবেলা
          আকাশে প্লেন ভাসল,
পৌঁছে গেলাম দূর বিদেশে
          যে-ই না বিকেল আসল।
তাই কিছুটা লাগল সময়
          এই কথাটি বুঝতে
দেশের জিনিস, দেশের মানুষ
          বৃথাই যাওয়া খুঁজতে।
বদলে গেল সেই পরিবেশ
          সবকিছুই অন্য
আর ভাবা নয় দেশের খাবার
          দেশের ভাষার জন্য।
কেউ বোঝে না মুখের কথা,
          যতই করি কষ্ট -
হিন্দি তো দূর, ইংরেজিও
          বলে না কেউ স্পষ্ট।
ঘুরতে এসে ব্যাঙ্ককে তাই
          হচ্ছে এটা মানতে,
সইতে হবে কষ্ট কিছু
         বিদেশটাকে জানতে।
           ----------×----------