আজকের লেখা নতুন কবিতা
      কাল হয়ে যাবে পুরনো।
হায় রে কবির সাধের কবিতা,
      দুদিনেই তার ফুরনো।
শিশিরের ছোঁয়া পেয়ে ফোটা যেন
      রাঙা এ কুসুম কলি তো,
ভোরের কিরণে ফুটেছিল বনে
      দিনে হয়ে যাবে স্খলিত।
রোদের উত্তাপ হলে খরতর
      দীপ্ত সে তেজ সবে কি !
দ্যাখে যত লোকে, হায় কারো চোখে
      সেই রূপ তার রবে কি?
এই ক্ষনিকের বিকশিত হওয়া
      এই যে গন্ধ ছড়ানো
স্নিগ্ধতা মাখা সুরভী ও রূপে
      এই যে হৃদয় ভরানো
এ যেন আপন মাধুরী মোহতে
      বিমোহিত হয়ে অকালে
যামিনীর শেষে চুপি চুপি ফুটে
      দল মেলে দেওয়া সকালে।
ঝরাতেই তবু শেষ পরিণতি,
      ফুটে ওঠা মনো-ভুলেতে।
প্রতিদিনই নব শোভাতে কানন
      ভ’রে ওঠে নব ফুলেতে।
ভাবে রূপে রসে বিকশিত হয়ে
      ঝরুক যদি সে ঝরে গো,
তবু কারো ফোটা সার্থক, যদি
      ফিরে ফিরে মনে পড়ে গো।
               -----------