বহতা কালের স্রোতে
গতিময় হতে হতে
নতুনের বেশে
পৌঁছেছি এসে
দুহাজার পনেরোতে।
চোদ্দো বিদায় নিল
তৃপ্তি কিছু তো দিলো।
যেটুকু না হ'ল
ভোলো তাকে ভোলো,
ব্যথা নয় এক তিলও।
নব পথে ধেয়ে যাব,
নতুনের গান গাব।
যতটুকু ফাঁকি
রয়েছে যা বাকি
পনেরোয় তাকে পাব।
-------×-------