শীত পড়েছে এবার বাবা, শীত পড়েছে জোর।
ঘুম ভেঙ্গে কেউ উঠতে না চায় হলেও তাই ভোর।
গুড়িশুড়ি লেপটি মুড়ি, ভাবছে যত লোক
আরো খানিক আরাম করি, একটু বেলা হোক।
ঝলমলিয়ে উঠলে রবি পূবের আকাশটায়
প্রত্যেকে সেই উষ্ণ রোদের আরামটুক চায়।
তার পরে হোক দিনটি শুরু, ধীর গতিতে কাজ
গায় চাপিয়ে শাল সোয়েটার, শীতের নানান সাজ।
ফাঁকফোকরে ছুটির দিনে সময় ক'রে ঠিক
দলে দলে সবার ছোটা বানাতে পিকনিক।
রংবেরংয়ের ফুলের বাহার, পায়েস পিঠের স্বাদ
শিরশিরানো এমন শীতে যায় না যেন বাদ।
বলছি তবু, হোক-না যতই ফূর্তি করা রোজ
প্রবল শীতে একটু নিও দীন দুখিদের খোঁজে।
            ------------×----------