লিখতে গিয়ে কাব্য      ভেবে
            দেখছি আগুপিছু -
 লেখার মতো ভাঁড়ারে আর
            নেই তো বাকি কিছু।
আমার আপন মানিক রতন,
            সামান্য যা পুঁজি
বিলিয়ে তার সবটুকু আর
             কোথায় কী ধন খুঁজি !
নজরুল এবং রবির মতো
             পাই না খুঁজে বাণী
লেখনীতে নেই সে অশেষ
              অরূপ রতনখানি।
কলম তবু থামতে না চায়
              হয়তো স্বভাব বশে
ফাঁক পেলে হায় ডুব দিতে চায়
              কাব্য সুধার রসে।
নতুন তো নয়, বেরোয় লেখা
              তাই সে একই ছকে,
চতুর পাঠক  মজবে কি আর
              পুরনো বকবকে !
তবুও এই ভাবনা ভেবে 
               অবুঝ কবি লেখে।
দরদী কেউ দাম যদি দেয়         
               তুচ্ছ এ ইচ্ছেকে।
                 -----------