বড়দিন আজ সত্যিই কি
বৃহৎ হয়ে উঠল !
হৃদয় কানন প্রাঙ্গণে কি
প্রীতির কুসুম ফুটল?

আত্ম সুখের স্বার্থ বাঁধন,
হায় রে তা কি ছুটল !
আপন পরের বিভেদ বাধা
একটুও কি টুটল?

না কি হৃদয় কেবল নিছক
ফূর্তি মজাই লুটল !
আলোর বাহার রঙিন সাজের
টানেই কি সব জুটল?

সামনে যদি দীন দুখিরা
কষ্টে মাথা কুটল
হৃদয় তবে মিথ্যেই  আজ
সুখের কণা খুঁটল ।

বিলিয়ে দিতে প্রেম প্রীতি ধন
যে জন জেগে উঠল
বড় দিনে যীশুর আশিস
বোধহয় তারই জুটল।
      -------------