(দেখা যাক বহু আগে আসরে লেখা
একটি কবিতা হালের কবি বন্ধুদের
কেমন লাগে। আসলে ভাড়ারে টান
পড়েছে, আর কি !)

আমিও হতাম কবি
হয়তো বা নিয়ে হাতে
কবিতার খাতা আর পেন,
সামনে দাঁড়াত এসে
একবার যদি কোনো বনলতা সেন।

আমিও ক্লান্ত খেটে
বহু পথ হেঁটে হেঁটে,
তবুও এখনো হেঁটে যাই।
কোথাও পথের ধারে
অজানা নদীর পারে
আজও তার যদি দেখা পাই।

জানি না তো চুলে তার
এখনো কি বিদিশার
সে আঁধার ঘন হয়ে আছে !
পাখির নীড়ের মতো
কিছু ঠাঁই অন্তত
মিলবে কি আজও তার কাছে?

সেকালেও এঁকে ছবি
কোনো সে বিরহী কবি
খুঁজে তাকে যদি পেয়েছেন -
আধুনিকা বেশে তবে
আড়ালে কোথায় রবে
একালের বনলতা সেন?
        -------×-------