খুঁজে বেড়াই বিশ্বভুবন,
উদাস ব্যাকুল দৃষ্টি -
ভেজাই কাকে !
বুকের ভিতর
ভালোবাসার বৃষ্টি।
তেমন ক’রে ভিজতে কে চায়,
ভিজবে সারা অঙ্গ।
ঝড় বাদলে দেবে আমায়
কে আজীবন সঙ্গ !
বাঁধব না নীড়,
নীল আকাশের
নিচেই আসন পাতব;
দুঃখ আঘাত তুচ্ছ ক’রে
প্রেমের খেলায় মাতব।
পাগল আমি
বেড়াই খুঁজে,
সেই মায়া কার চক্ষে,
অতল গভীর ভালোবাসার
সমুদ্র কার বক্ষে।
কেই বা কঠোর বারণ শাসন
হেলায় ক’রে তুচ্ছ,
দু;সাহসে করতে পারে
প্রেমের আসন উচ্চ।
আমার সাথে
করুক সে এক
নতুন ভুবন সৃষ্টি,
বুকের ভিতর
উথাল পাথাল
ভালোবাসার বৃষ্টি।
------------