(একটি পুরনো লিখন)

এই যে রোজের জীবন যাপন
হাজার রকম ঝুট-ঝামেলা
আজকে এটা কালকে ওটা লেগেই আছে,
লেগেই আছে নিত্য নতুন একটা কিছু।
যতই সুখের ঘর বাঁধি-না
দু'জন মিলে যত্ন ক’রে,
ছেড়ে দিয়ে স্নিগ্ধ সে নীড়
উপায় তো নেই, নানান কাজে
অনিচ্ছায়ও বাইরে তবু যেতেই হবে।
তার উপরে মাথার উপর সূর্যটাও
কোথায় সহজ সমাধানের পথ দেখাবে !
নয় তা তো নয়, বরং আরো তপ্ত রোদে
মাথা গরম, সব কিছুকে
জটিল ক’রে দেয় গুলিয়ে।
কার কাছে যাই কার কাছে যাই
একটুখানি তৃপ্তি পেতে ! সেই আশাতে
ফিরে আসি, হয়তো আমি
তোমার কাছেই ফিরে আসি।
হাসি মুখে হঠাৎ তোমায়
দেখতে পেয়ে বেশ তো লাগে,
কিন্তু তোমার নিজের মনেই
হাজার রকম সমস্যা আর ক্ষোভের জ্বালা
তোমাকেও জ্বালাচ্ছে যে, জানত কে তা !
ক্রমে ক্রমেই হাসি কথার খুনসুটিটা
আর থাকে না খুনসুটিতে গন্ডী বাঁধা।
কথায় কথায় মতান্তরে মনান্তরে
শান্ত ঘরের শান্তি যত ঝনঝনিয়ে যায় যে ছুটে।
তার পরেই হঠাৎ ক’রে
এক্কেবারে স্তব্ধ নিঝুম নীরবতা।
বইতে গিয়ে বোঝার ভুলের এই যে বোঝা
দুই জনেই ক্লান্ত হয়ে খুঁজতে থাকি
হয়তো আবার পুরোনো সেই দুইজনাকেই।
বাইরে ঘরে সত্যি এখন এই আধুনিক জটিলতা
জীবনটাকে এমন ক’রে ঘিরল পাঁকে,
ভাবতে গিয়ে মাঝে মাঝেই হচ্ছে মনে
তপ্ত মরু এই জীবনের কোনখানে যে
হারিয়ে গেল, কোথায় সাধের ভালোবাসা
          হারিয়ে গেল।
                  ----------