এতদিনে শীত এসেছে জাঁকিয়ে দাপিয়ে,
দাপটে সবার দিয়েছে যে হাড় কাঁপিয়ে।
লেগেছে কাঁপন আজ ডালে ডালে
ঘুম ভেঙে কেউ ওঠে কি সকালে !
থাকে মুড়ি দিয়ে লেপ কাঁথা গায়ে চাপিয়ে।
এতদিনে শীত এলো রে সজোরে দাপিয়ে।
গেছি, ওরে বাঁচা, বলে কচি কাঁচা চেঁচিয়ে,
হাঁটে চলে গায়ে সোয়েটার শাল পেঁচিয়ে।
বহে শিরশিরে উত্তুরে হাওয়া
বাইরে সকালে যায় না তো যাওয়া,
এতে খুশি যত পশম আর উল বেচিয়ে।
চলা পথে ঘাটে সোয়েটার শাল পেঁচিয়ে।
কন কনে শীতে ঝলমলে রোদ লাগিয়ে
ঝিম ধরা মনে ফুর্তিটা ওঠে চাগিয়ে।
কেউ শোভা দেখে ফুলের বাগানে,
কেউ ছোটে শীতে ভ্রমণের টানে,
ছোকরারা মাতে পিকনিকে দল বাগিয়ে।
শীতেই ফুর্তি ঝলমলে রোদ লাগিয়ে।
----------------------