অনেক কিছুই উচিত ছিলো
পেরেছি আর কই !
দিনের শেষে উদাস বেশে
তাই তো বসে রই।
থাকতে সময় তার অপচয়,
করেছি হৈ চৈ।
এই মুলুকে ছিলাম সুখে,
মুখে কথার খই।
সাধ ছিল হায়, নিষ্ঠা কোথায় !
যুদ্ধে হতে জয়ী -
ভেবেছি এই, দায় কিছু নেই,
সাধক তো আর নই।
আজকে দেখি, ভাবনা এ কী !
পাই না কোনো থই।
দিন ফুরালো, কই সে আলো
সঙ্গে যাকে বই।
যখন যেটা করার ছিলো
করেছি আর কই !
পথটি না পাই, মুখ বুজে তাই
বুকের বেদন সই ।
- - - - - - - - -