আহা মাঝে মাঝে
শুনি যেন বাজে
ছন্দ-বীণার সুর
জানি আমি এক
তুচ্ছ সাধক
সিদ্ধি সে বহু দূর।
তবু কাজ ফেলে
দিই ডানা মেলে
কাব্য গগনে ঐ
যদিও এ আমি
লিখিও না দামী,
দক্ষও তত নই।
যত কমই হোক
দয়ালু পাঠক
তবুও তো রবে কেউ
যার পারাবারে
হৃদয়ের দ্বারে
পৌঁছে যাবে এ ঢেউ।
তারাই আমাকে
পথের এই বাঁকে
হয়তো দেখাবে পথ।
কোনো ধামে যাতে
পারি পৌঁছাতে
টেনে নিয়ে ছোট রথ।
সিদ্ধি কখনো
হবে কিনা কোনো
সেই কথা ভুলে তাই
ভাবে মন ভরে
কাব্য সাগরে
ছন্দের তরী বাই।
-------------