কবি গাঁথে কবিতার ছন্দ
ফুল দেয় বিলিয়ে সুগন্ধ।
অন্তরে তবু দ্বিধা দ্বন্দ্ব !
হৃদয়ের জানলা কি বন্ধ?

খোলা বায়ু বয় মৃদুমন্দ,
ভাবনারা কেন নিস্পন্দ!

শক্ত সবল যার স্কন্ধ
মনে তার নেই কোনো ধন্দ,
থাকলেও পথে খানা-খন্দ
চলাতেই তার মহানন্দ।
    -----x-----



     'সুমন কবির প্রতি'

কবীর সুমন লেখনী ধরেছে
      মানেনি গন্ডী রেখা,
তাই তো পাঠক সাগ্রহে পড়ে
       সুমন কবির লেখা।
লেখনী শানিয়ে কবি কি করেছে
       বিদ্রহ বারে বারে
তা নিয়ে অনেক সমালোচনা বা
       তর্ক চলতে পারে।
সম্ভ্রমে তবু বলতেই হবে
       কবিকে অসমসালা।
কবিতায় গানে সুমনই এনেছে
       পালা বদলের পালা।
          -----x-----