আজ কোনো কাজ নয়,
            শুধু হাসি ঠাট্টা।
এ আসরে প্রাণ ভ'রে
            খুনসুটি আড্ডা।
যা-ই শোনো সেটা কোনো
            নয় দামী কাব্য,
মন খুলে এলোমেলো
            খেলো কথা ভাবব।  
ফানুসের মতো আজ
            হেলে দুলে ভাসব,
রাঙা ঠোটে হাসি মোটে
            না এলেও হাসব।
উড়ু উড়ু মনটা যে
            ঘুরু ঘুরু করছে,
বার বার কত কার
            কথা মনে পড়ছে।
যার সাথে দিনে রাতে
            লা-জবাব বাক্যে
হ'ত মজা, খুঁজি সেই
            অজিতেশ নাগকে।
টিকি নেই কোনো সেই
            খাঁটি কবি বন্ধুর,
কে জানে সে লুকিয়েছে
            বেছে বেছে কোন্ দূর!
সেজেছে কি ভিন দেশী
            ইরাণি বা পারসি!
জানো কি তা রুম্পা বা
            ওগো শামা ফারসি?
       ---------------