অনেকেই ভাবে, সে অতি চালাক
     অন্যেরা যেন বোকা।
সুযোগ পেলেই কথায় আর কাজে
     অন্যকে দেয় ধোঁকা।
ব্যবসায়ী যত চালবাজি ক'রে
     ক্রেতাকে ঠকায় দামে,
অফিস বাবুরা নানা অজুহাতে
     ফাঁকি মারে কাজকামে।
এমনি করেই জিতে গেছি বেশ
     এই ভেবে মনে মনে
কেউ বা সরল লোককে ঠকিয়ে
     খুশি থাকে অকারণে।
একদিন শেষে যেই যায় ফেঁসে
     অন্যের পাতা ফাঁদে
নিজের বোকামি বুঝে সে তখন
     হায় হায় ক'রে কাঁদে।
       ----------------