নানান রকম কবির দেখা
             মেলে হালের কাব্যে,
কজন আমায় জানি না ঠিক
             যোগ্য কবি ভাববে!
অনেকেই দুরূহ বেশ
             লেখেন কঠোর গদ্যে।
কিন্তু পেলব ছন্দ ফোটে
             আমার লেখার মধ্যে।
লেখার কলম নিলেই তুলে
              ছন্দ আসে আপনি।
কোনটা বড় কোনটা খাটো
              আমি কি তার মাপ নিই?
যেমন সাদা মেঘ ভেসে যায়  
               সুদূর আকাশ প্রান্তে
ছন্দ আমার তেমনি আসে,
               হয় না খুঁজে আনতে।
যেমনই ভাব জাগুক মনে
               করতে সে ভাব স্পষ্ট
আনন্দ পাই, ছন্দে আমার
               হয় না আদৌ কষ্ট।
কবিতা  মিল ছন্দ ছাড়া  
             হবেই হবে পারতে?
নিয়েছি ঠাঁই, ছন্দকে তাই
             পারব না ভাই ছাড়তে।