বৈশাখে
   ঐ ডাকে
      শুনি কার শাঁখ।  
পঁচিশে যে
   ওঠে বেজে
       ভৈরবী রাগ।

গেয়ে চলে
    ডেকে বলে
        জাগ তোরা জাগ।
নব আশা
   পাক ভাষা,
        যা হতাশা থাক।
            --------