বোঝদার শ্রোতা কই! কবিতা যে পড়ব -
আহা কোন্ উৎসাহে লেখনীটি ধরব?
সকলেরই ব্যস্ততা
ছুটে মরে হেথা হোথা
কই সে পিয়াসী কোথা, মন যার ভরব!
বলো, কোন্ উৎসাহে লেখনীটি ধরব?
কবি ব'লে লোকে আজ কাকেই বা মানছে!
ছন্দ কে গাঁথে ব'সে কজন আর জানছে?
আশেপাশে ধারে কাছে
কেউ যদি কবি আছে
অভিমানে তারা বাঁচে, কে বা বুকে টানছে?
কবি ব'লে কজনাকে লোকে আজ মানছে।
হিসেবি এ সংসারে কবি যেন ব্রাত্য,
থেমে যায় ক্রমে তার ছন্দের হাত তো।
মন তার ভাবে দোলে
দেখে লোকে যায় চ'লে
কবিতায় কে বা ভোলে? মেটে না যে স্বার্থ।
হিসেবি এ সংসারে কবি তাই ব্রাত্য।
---------x---------