মাঝে মাঝে ভঙ্গ যে হয়
মনের অতল নীরবতা।
উতলা হই, ভেবে দেখি
সে আমারই অক্ষমতা।
চাতক মনের ব্যাকুল ভাষা
করে মধুর সুরটি আশা,
মেটে না হায় সে প্রত্যাশা
হানে আঘাত বিরস কথা।
উতলা হই, ভেবে দেখি
সে আমারই অক্ষমতা।
যতই থাকুক সুখের বাসা,
উষ্ণ আশা হৃদয় ভ'রে -
মনের কথা রাখতে হবে
মনেই পরম যত্ন ক'রে।
এক্কেবারে মনের ঘরে
ভেদ বেশি নেই আপন পরে,
একাকী মন কেঁদেই মরে
ঘোচাই কীসে সেই দীনতা!
পাই যে আঘাত, ভেবে দেখি
সে আমারই অক্ষমতা।
🙏 🙏