লোকের কাছে লুকোই ফাঁকি
হয়তো মুখের জোরে,
নিজের কাছে নিজের ফাঁকি
যায় যে ধরা প'ড়ে।
আমার মুখের কোন্ কথাটি
মনগড়া আর কোনটা খাঁটি
কখন যে কী ফন্দী আঁটি
কেমন নিপুণ ক'রে-
নিজের কাছে সবটুকু তার
যায় যে ধরা প'ড়ে।
অন্য লোকের সম্মুখে তাই
যতই বড়াই করি
বসলে নিজের মুখোমুখি
তখন দ্বিধায় পড়ি।
কোথায় আমার দৈন্য কত
দেখতে পেয়ে হই যে নত,
মিথ্যে আমার অহং যত
নিঃশেষে যায় ঝ'রে।
নিজের কাছে নিজের ফাঁকি
যায় যে ধরা প'ড়ে।
--------