ক্ষুদ্র জীবনে
অনেক কিছুই পারিনি।
ক্রমে বহু কিছু ছাড়লেও তবু
কবিতার নেশা ছাড়িনি।
দিনে দিনে কত
স্বপ্ন, আশাকে কেড়েছি,
বেড়েছে বয়স,
অফিসের পদ ছেড়েছি।
ছেড়েছি আয়েস,
ছেড়েছি মেজাজ চড়ানো।
কিছুটা নিভৃতে
বাকি দিনগুলি গড়ানো।
কাউকে সহসা
মুখ ফুটে কিছু বলি না,
হয় যদি সাধ তবুও জীবনে
খুশি মতো আর চলি না।
থাকা সংযত,
তা-ই সংগত বুঝি যে,
স্বস্তি কোথায়, শান্তি কোথায়,
নির্জনে ধ্যানে খুঁজি যে।
অনেক বেদনা হয়েছে বিলীন
তবু কিছু ব্যথা মোছেনি।
অনেক মোহই কাটাতে পেরেছি
কবিতার মোহ ঘোচেনি।
☆ ~~~~~ ☆
🌲🌷🌷🌷🌲