প্রকৃতির বুকে নারীরা রূপসী
          বিধাতার জাদু মন্তরে,
কিছু রূপ তার বাইরে ছড়ানো
          বাকি রূপ তার অন্তরে।
পুরুষের চোখে হয়ে আছে নারী
           মোহময়ী চিরকাল ধ’রে।
সংসারে তবু নারীই রেখেছে
          খ্যাপা পুরুষের হাল ধ’রে।
কজন পুরুষ নারীর হৃদয়
          দেখতে চেয়েছে চোখ মেলে !
বাইরের রূপে ভুলেছে নারীর
          এরকমই বেশি লোক মেলে।
সত্যিই নারী কতটা রূপসী
          কত যে মাধুরী তার কাছে -
শিল্পী অথবা কবি ছাড়া আর
          ধরা পরে সেটা কার কাছে !
বাইরে যেটুকু দেখা যায় রূপ
          নয় সে তো নয় সবটুকু।
ডুব দিলে তার হৃদয় গহনে
          মেলে খাঁটি সৌরভটুকু।
         ----------------