চুল পেকেছে !  পাকুক-না,
চশমা, চোখে থাকুক-না।
দূরের থেকে
              কেউ বা দেখে
ডাকলে বুড়ো ডাকুক-না।

কিচ্ছু তাতে ভাবছি না,
নিজের বয়স মাপছি না।
এবার বুঝি
             ফুরোয় পুঁজি
সেই ভয়েতে কাঁপছি না।

মনকে সবুজ রাখতে চাই
রঙিন ছবি আঁকতে চাই।
কথায় কাজে
            এবং সাজে
সতেজ নবীন থাকতে চাই।

যাব যেদিন সব ছেড়ে
অনিত্য বৈভব ছেড়ে -
ধরিত্রীতে
          গল্পে গীতে
যাই গো খুশির রব ছেড়ে।
         °°°°°°°°°°
        🧞‍♀️🕯🕯🧞‍♂️
অখুশির কথা, দুঃখের কথা! নৈব নৈবচ।