সৃষ্টি মুখর ছন্দে নব
নতুন দিনের বার্তা হব।
নতুন আলোর স্পর্শ পেয়ে
ভৈরবী সুর উঠব গেয়ে।
গহীন মনের ভুবন ডাঙা
হোক প্রভাতের আলোয় রাঙা।
দীপ্তি ঢালা সেই আলোতে
শুদ্ধ হতে, স্নিগ্ধ হতে
আবার জাগি নতুন ভোরে
নতুন শুভ এই বছরে।
   ------------