প্রতি বৈশাখে
      আসে এই নববর্ষ,
পাই কি সেখানে আজও সুরে গানে
      প্রকৃত প্রাণের স্পর্শ!
নাকি নিজেদেরই দিয়ে শুধু ফাঁকি
ভাবি, কোলাহলে পরিণত তা কি!
এত হাঁকাহাঁকি, কাছে ডাকাডাকি,
      ফোটে কি মুখে সে হর্ষ!
তা হলে কিসের এত সমারোহ,
       এই শুভ নববর্ষ!


নব বৈশাখে
      হৈ চৈ কত করছি,
একটুও তাতে নিজেকে নতুন
      শুদ্ধ করে কি গড়ছি!
1st জানুয়ারি এলেও তো দেখি
এই বাঙালিরই উচ্ছাস সে কী!
কোনটা যে খাঁটি, কোনটা যে মেকি,
      কী আদর্শকে ধরছি!
বুঝে বা না বুঝে কোনো ছুতো খুঁজে
      ফূর্তিই শুধু করছি।


কবে বাঙালিকে
      উজ্বল জ্যোতি ঘিরবে?
কবে সে আবার পরবাশ ফেলে
      বাঙালির বেশে ফিরবে।
hat coat পরা বাবুরা বিবিরা
ইংরেজি বলা এই বাঙালিরা,
হালচাল দেখে মনে জাগে পীড়া-
      কোথা গিয়ে নাও ভিড়বে!
বাঙালি আবার কোন্ নব সালে
      বাঙালিয়ানাতে ফিরবে!
           -----------