নতুন বছর আনুক বয়ে
            নতুন খুশির হাওয়া,
মিষ্টি আলোর স্পর্শে  রঙিন
           ইচ্ছে খুঁজে পাওয়া।

ধূসর যত একঘেয়েমি
           সকল ভুলে যাওয়া।
আবার নতুন ছন্দ সুরের
           আনন্দে গান গাওয়া।

দূরে থাকা বন্ধু জনের
           সঙ্গ-সুধা চাওয়া,
গল্পে মেতে সুস্বাদু কেক
           গরম কফি খাওয়া।

তখন মনের আকাশ যে  লাল
           হলুদ নীলে ছাওয়া,
দুঃসাহসী ভাবনাগুলির
           সুদূর পানে ধাওয়া।

নতুন বছর কল্পলোকে
           স্বপ্ন তরী বাওয়া।
হতাশা আর দৈন্য ঝেড়ে
           আকাশ ছুঁতে চাওয়া।
             🌟🌟🌟🌟