সত্যি যায় না বোঝা, এ জীবন শুধুই কি অভিনয়!
নাকি বাঁচতে চাওয়ার দুনিয়ায় বাস্তবতার অবক্ষয়।
যেখানেই যাই, শুধু গালভরা শুনি উপদেশ।
মনে হয় সকলেই প'রে আছে মেকি ছদ্মবেশ।
ক্ষুদ্র স্বার্থ নিয়ে ম'জে আছে লোভাতুর মন।
যখনই স্বার্থ ছেড়ে বেরোবার হয় প্রয়োজন -
তখনই স্পষ্ট হয় মানুষের প্রকৃত স্বরূপ
বোঝা যায় অধিকাংশ কতটা লোলুপ।
দিকে দিকে হিংসা ও ঘৃণা আক্রোশ,
ন্যায় নীতি মূল্যবোধ! মনে হয় নিছকই খোলস।
--------- x --------