বন্ধ মনের
অন্ধকারে দোল দিতে চাই বারবারই,
দ্বন্দ্বতে নাই
গন্ধ কুড়াই, ছন্দ মিলের কারবারি।
কথার পিঠে
কথার মিঠে মিলের যেথা খোঁজ মেলে
অন্দরে নয়,
বন্ধু আমায় সেইখানেই রোজ মেলে।
চিত্ত বিভোল,
তাই লাগে দোল ছন্দ-পাগল মনটিতে।
সব যে ফাঁকি
বনের পাখি থাকলে ঘরের কোনটিতে।
ভাবখানি ভাই
পালাই পালাই নির্জনে দূর প্রান্তরে,
যেথায় গেলে
ছটফটানি সব হাঁপানি শান্ত রে।
আপনি মনের
অচিন পাখি ছন্দে পাখা দেয় মেলে,
যেন কারায়
বন্দী কবির সত্যিকারের ন্যায় মেলে।
🌾