লোকের ভিড়ে আসন আমার
না-ই বা হল উচ্চ
অসাধারণ না হই তেমন
তাই ব'লে কি তুচ্ছ?
ফাগুন দিনের বসন্ত বায়
আমার মনও ঠিক ছুঁয়ে যায়,
সৌরভে ও ছন্দে দোলায়
জুঁই চামেলির গুচ্ছ।
লক্ষ হাজার লোকের ভিড়ে
আমিও নয় তুচ্ছ।
আমলা নেতা ধনীর দুলাল
জোরসে হেঁকে যাক-না
তারা দেমাক দাপট নিয়ে
তাদের মতোই থাক-না।
ব্যাপ্ত বিশাল এই ধরাতে
বিশিষ্টদের সাথে সাথে
আরো অগাধ লোকের হাতে
খুশির খনির ঢাকনা।
আমজনতা আমলা নেতা
একসাথেই থাক-না।
মস্ত যে হও তুমিও থাকো
আমিও পাশে থাকব।
গলির সাথে রাজপথেও
দুই পা আমার রাখব।
শ্রমিক চাষা দিনমজুরে
কণ্ঠ মেলাক আমার সুরে
মলিন মুখে রয় যে দূরে
তাকেও কাছে ডাকব।
মস্ত যে হও তুমিও থাকো
আমিও পাশে থাকব।