হয়তো তোমায় বিত্ত-বিভব সকল দিতে পারি।
আসল দিতে পারি এবং নকল দিতে পারি।
দু হাত ভ’রে ইচ্ছে মতো
               আর যা আছে নাও না যত,
তাই ব’লে কি মন-মুলুকের দখল দিতে পারি?
অন্য যত আসল নকল সকল দিতে পারি।


নাগাল পাওয়া মনের সে তো অনেক পরের কথা,
থাক-না সে সব, সূক্ষ্ম অনেক উঁচুদরের কথা।
কথার রঙিন ফুলঝুরিতে
               যতই দোলা চাও না দিতে
ঢাকা-ই রবে মনের গভীর গোপন ঘরের কথা।
নাগাল পাওয়া মনের সে তো অনেক পরের কথা।


হাত বাড়িয়ে স্বর্ণকমল ধরতে যেও নাকো,
মোহের বশে মিথ্যে বাঁধন গড়তে যেও নাকো।
মনকে রাখো সহজ ভাবে
                     পাবার হলে অমনি পাবে,
জোর ক’রে তাই বন্ধু, কিছু করতে যেও নাকো।
নিছক মোহের বশেই বাঁধন গড়তে যেও নাকো।
           ----------------