জীবন মানে
সচল স্রোতে নিত্য আসা যাওয়া,
জীবন মানে
উৎসাহ আর আনন্দে গান গাওয়া।
জীবন মানে
হইনি যা আজ, কাল তা হতে চাওয়া,
জীবন মানে
কেবলই নয় শোয়া এবং খাওয়া।
জীবন তো নয়
মিথ্যে অলীক আশার পিছে ধাওয়া,
জীবন মানে
ব্যাপ্তি এবং মুক্ত খোলা হাওয়া।
জীবন মানে
অচিনপুরের লক্ষ্যে তরী বাওয়া,
জীবন মানে
শান্তি এবং স্নিগ্ধ শীতল ছাওয়া।
জীবন তো নয়
দগ্ধ হওয়ার তপ্ত কড়াই তাওয়া,
নয় সে জীবন
হিংসা ও লোভ, কেবল কেড়ে খাওয়া।
সত্যি অনেক ভাগ্যি ক’রে
একটি জীবন পাওয়া,
পথিক বেশে মর্তে এসে
আবার ফিরে যাওয়া।
----------------