কাব্যাকাশে  
      কেউ বা ভাসে,
            ভাবখানা সে   রবি।
কাব্য  লিখি  
      ভাবলেই কি
             যায় হওয়া জাত কবি?
লিখতে ছড়া  
      কলম ধরা
             কাব্য গড়া মিঠে -
দেওয়া মধুর
      মিল সমধুর
           যোগ্য কথার পিঠে
ভাবনা গ'ড়ে
      তার ভিতরে
            ভাবের আবেশখানি -
ফুটিয়ে তুলে
      ছন্দে দুলে
           গাঁথতে পারা বাণী
নয় কো সোজা,
      চাই যে বোঝা
           সেই গূঢ় তত্ত্বটি।
না মানলে তা
      যে রও যেথা
           সার হবে ছটফটই।
বন্ধু যত,
      তাই নিয়ত
            নিষ্ঠা নিয়ে প্রাণে
ছন্দ শেখো
      কাব্য লেখো
             মহৎ লেখার টানে।
              ---------------