.
মৃত্যু মিছিলে
নিত্য ছুটেছে লোক।
স্পেন ফ্রান্স বা সে
ইটালি দেশেরই হোক।
কার মৃত্যুতে
কে-ই বা দেখাবে শোক!
শঙ্কিত আজ
বিশ্বে প্রতিটি লোক।
কোন্ মহাদেশ
ভাগ ক'রে নেবে
ধরার এই দুর্ভোগ!
*******