.
মহাবিজ্ঞানী দেব যা যা চাও,
করোনার টিকা বানিয়ে বাঁচাও।
হোক মহামারী, তুমি কি তা চাও!
বাংলা বাঁচাও, বিশ্ব বাঁচাও।
এ ধরণী কাঁদে করোনার ফাঁদে,
শুধু হাহাকার, বাঁচাও বাঁচাও।
জাগো বিজ্ঞানী, দেব গো যা চাও।
*********