চারিদিকে পুজো পুজো গন্ধ
মন জুড়ে আহা কী আনন্দ!
পথে ঘাটে ঝলমলে সজ্জা,
মন্ডপে আলোকিত দরজা।
বোধন উদ্বোধনের তোড়জোড়।
আর বাধ মানে না যে ধৈর্যর।
ভুলে যত বিরোধ আর গোষ্ঠী
সকলেরই কাল শুভ ষষ্ঠী।
তার পরে বাধ ভাঙা চারদিন
নিয়মে বা সব কাজে ছাড় দিন।
দেশ জুড়ে বাঙালিরা যত্ত
উচ্ছাসে উৎসবে মত্ত।
সম্প্রীতি সঙ্গীতে ছন্দে -
মেতে রবে লোকে মহানন্দে।
বেজে ওঠে ঢাকে তারই বাদ্যি
বাঙালিকে রোখে কার সাধ্যি !
বরাভয় দিতে মা যে আসছে ,
সে আবেগে সুখি দুখি ভাসছে।
------------------