অগণিত কবি আজ কবিতার বাজারে,
খুশি মতো লেখে তারা শয়ে শয়ে হাজারে।
সে লেখার কিছু ছাড়া
                বাকি সব একই ধারা,
কে জানে তা পড়ে কারা! পড়া এক সাজা রে।
প্রবেশ দুরূহ হালে কবিতার বাজারে।


এ কবিতা মিল ছাড়া, ছন্দও ছেড়েছে,
কবিতাকে হায় যেন কে চাবুক মেরেছে।
মনে হয় একে প’ড়ে
                  সৌরভ গেল ঝ’রে,
অকবির অনাদরে এ কবিতা বেড়েছে।
এ কবিতা মিল ছাড়া, ছন্দও ছেড়েছে।


আশাহত পাঠকেরা এ কবিতা পড়ে না,
একালের কবিতায় মন যেন ভরে না।
লেখা দেখে কবিদের
                 ক্ষোভ মনে পাঠকের
হেথা কেন ছন্দের ফুলঝুড়ি ঝরে না!
অভিমানী পাঠকেরা এ কবিতা পড়ে না।


সুমহান কবিদের বাস ছিল যে দেশে
সুরসিক কবি এত কম কেন সে দেশে!
কবিতা ছন্ন ছাড়া  
            নেই সে রসের ধারা,
যেন হয়ে গৃহহারা আজ ফেরে কেঁদে সে।
সুরসিক কবি এত কম কেন এ দেশে!


কোথা আছে সেই কবি, কোন্ বনছায়াতে!
ছন্দালু মন নিয়ে কাব্যিক কায়াতে।
তার সাথে যাব ভেসে
                   ছন্দের সেই দেশে
আমাদের ভোলাবে সে কবিতার মায়াতে।
কোথা আজ সেই কবি কোন্ বনছায়াতে!
            ---------------