কবি ডাকে কবিতাকে আয় কাছে আয়,
সাধ চিতে দোলা দিতে ছন্দ দোলায়।
জেগে ওঠে কবি প্রাতে,
কখনও নিশুতি রাতে,
যেন লেখনীটি হাতে অভিসারে যায়।
বলে যেন প্রিয় সখী আয় কাছে আয়।
কবিতা কি দেয় ফাঁকি! বুঝে ওঠা দায়।
ধরা দিয়ে ডেকে নিয়ে চকিতে এড়ায়।
নিমগ্ন কবি ভাবে
কী ভূষণে কতভাবে
আভরণে সে সাজাবে প্রীত কবিতায়!
তার রীতি গতিবিধি বুঝে ওঠা দায়।
কাব্যিক ছোঁয়াটুকু পেতে কে না চায়!
তাই ব'লে সাধাসাধি! ধরা গিয়ে পায়?
আসলে কবির মতো
কজনে বা বোঝে অত!
কবিতা মূর্তি ধরে কোন্ সাধনায়?
আভা তার ফোটে কোন্ বনবীথিকায়?
💥 💥