যত কথা ছিল দামী দামী -
সবই বলা হয়ে গেছে ,
নতুন আর কী শোনাব আমি !
ভাবি তবু, সামান্য দুটি কথা বলি -
যা শুনেছি যা জেনেছি
কতটুকু তার মেনে চলি !
মহাকবিদের যত বাণী -
তাই নিয়ে মাঝে মাঝে
প্রয়োজনে করি টানাটানি।
তবে সেটা ক্ষণিকের দেখনাই শুধু ,
পেয়েও অমৃত সুধা
জীবনটা তবু হায় মরুভূমি ধুধু।
না ব'লে নতুন কিছু, শুধু এ আকুতি -
জীবনে প্রয়োগ করি
যেন বড় কবিদের মহা অনুভূতি।
হয়তো জীবন তাতে
একটুও বদলাতে পারে ,
শান্তি মিলতে পারে
কিছুটা এ অশান্তি ঘেরা সংসারে।
------------------