যতই কথা কই-না আমি
       হারিয়ে যাবে, থাকবে না তা।
কারুর ভালো লাগতে পারে
       কারুর ভালো লাগবে না তা।
এমন আমার সাধ্য তো নেই
       তেমন কথা বলতে পারি -
মিষ্টি কড়া সব লোকেরই
        মন যুগিয়ে চলতে পারি।
তাই ব'লে মন বলতে যা চায়
          সংশয়ে তা বলব না  কি!
দূরের যে পথ আমায় টানে
           সে পথ বেয়ে চলব না  কি?
এই যে চলার গতির সাথে
          অকারণের ছন্দ গাঁথা
একান্তই গহন মনের
           বন্দী বাণীর বন্দনা তা।
কারুর যদি লাগেও ভালো
          কারুর ভালো লাগবেও না।
কালের স্রোতে হারিয়ে যাবে
         কাল জানি আর থাকবেও না।

অনেক কথাই বলব আমি
         কিছুই টিকে থাকবে না তা।
আজকে যদি লাগেও ভালো
         কালকে ভালো লাগবে না তা।
                       🍁