দিন রাত্তির গিন্নী শোনায়
নেই এটা নেই ওটা,
মোটেই পটু সংসারী নই
এই ব'লে দেয় খোঁটা।
করি না কাজ কিছুই বুঝে
সংসারে তল পাই না খুঁজে,
ছন্দ সুধায় মুখটি গুঁজে
কাব্য নেশায় ছোটা।
অলস আমি, সংসারী নই,
নিত্যই খাই খোঁটা।
কর্মপটু গিন্নী পেয়ে
অশেষ কপাল গুণে
জীবনটা বেশ কেটেই গেল
এমন বচন শুনে।
প্রৌঢ় হয়ে ক্রমে ক্রমে
আরোই কাজে যাচ্ছি দ'মে,
আর কোনো তীর মনের ভ্রমে
পাই না খুঁজে তুনে।
কাল যে কাটাই মুখ বুজে তাই
এমন বচন শুনে।
লাগামছাড়া লোকের পটু
গিন্নী গেছে জুটে,
সংসারে হাল ধরল সে-ই
কর্ত্রী হয়ে উঠে।
যতই আমি হই-না পতি
নেই যে আদৌ অসম্মতি,
সব অগতির সে-ই তো গতি,
মিথ্যে কী লাভ ছুটে !
সার কথা এই, সেই খোঁটাতেই
উঠছে সোহাগ ফুটে।
••••••••••••
⚘⚘⚘