` মানুষ বড় কষ্টে আছে,
ঈশ্বর।
দুএক দেশের নয় তো,
গোটা বিশ্বের।
করুণাময়
করুণা কই ঝরছে!
অসহায়ের মতোই
মানুষ মরছে।
শঙ্কিত সব,
স্তম্ভিত ভয় যুক্ত।
বিশ্ব করো
করোনা ত্রাস মুক্ত॥
°°°°°°°°°°