.
🕷 🦀 🕷
একেবারে অকরুণ
ভিনদেশি করোনা,
হতভাগা দেশবাসী
হায় তা কি বোঝো না!
চুপিসারে প্রথমে সে
এলো ধেয়ে চীনদেশে,
এ দেশেও এলো শেষে
এই চীনা করোনা।
হতভাগা দেশবাসী
হায় কেন বোঝো না!
বলো সবে কেন তবে
গৃহকোণ খোঁজো না!
******