বাইরে থেকে যায় কি বোঝা
কার ভিতরে গুণ কী?
পোক্ত পাকা হলুদ বাঁশে
হঠাৎ ধরে ঘুণ কি !
হোক-না বয়স, সকল লোকের
ঝিমিয়ে যায় খুন কি !
কারুর মনে উৎসাহ আর
দীপ্ত কথার ধুন কী !
পান্তা ফুরোয় আনতে গিয়ে
সব লোকেরই নুন কি !
অনেক ভারেই চিড় ধরে না
লাগুক যতই ঠুনকি।
চাখলে তবেই বুঝবে আছে
পানের ভিতর চুন কি?
বাইরে থেকে যায় না বোঝা
কার ভিতরে গুণ কী।
---------------