. ♥️দিন শেষে♥️
°°°°°°°°°°
লেনাদেনা যা ছিল তা চুকিয়ে
মনের কথাটি মনে লুকিয়ে -
দিন শেষে একা ঘরে
বুঝি কারো অনাদরে
হয়তো কান্না মরে শুকিয়ে,
মনেই মনের কথা লুকিয়ে।
---- x ----
🔥প্রকাশ🔥
°°°°°°°
তোমরা মহিমা
মুছে সব সীমা
প্রকাশিত লোকে লোকে।
আবরণ টুটে
ওঠে না তা ফুটে
সহসা ক্ষুদ্র চোখে।
☆☆☆☆
💥ভালোবাসা💥
°°°°°°°°°°°
ভুল করেও
বলব না আর
ভালোবাসার কথা।
জীবন দিয়ে
বুঝেছি তার
দুঃখ, অসারতা।
~~~~
🤴অহংকার🤴
°°°°°°°°°
তুচ্ছ ধনের অহংকারে
হই যে অহংকারী।
মহাধনের হদিস পেতে
সত্যি ক'জন পারি!
❣চির বিরহী❣
°°°°°°°°°°
যুগে যুগে কবি মিলন পিয়াসী,
হারানো প্রিয়ারে চায়।
খুঁজে খুঁজে তবু জনমে জনমে
বিরহীই রয়ে যায়।
~~~~