🐒লোকে বলে🐒
    °°°°°°°°°°°°
জীবিকার পথ যার
  এলোমেলো সবই
নিরুপায় হয়ে নাকি
   সে-ই হয় কবি।
       ~~~~

❣ছোট্ট ভুলে❣
    °°°°°°°°°°
অবুঝের মতো
  মাঝে মাঝে কত
    ভুল বোঝাবুঝি হয়ে যায়।
কালে  ক্রমাগত
  মোছে কিছু ক্ষত,
    কিছু আজীবনই রয়ে যায়।
           ~~~~

♨️করুণাময়♨️
    °°°°°°°°°
আলো হয়ে ঝরো,
  নির্মোহ করো
    নির্লোভ করো হে।
তোমার সুধায়
  স্নেহে করুণায়
    এ জীবন ভরো হে।
         🌻🌻🌻